বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুর ২টার দিকে শহরের ঢাকা-রংপুর মহাসড়কের ভবেরবাজার এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শহরের কাটনারপাড়া এলাকার মুদী ব্যবসায়ী সজল মিয়া (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)।
নিহত হোসনে আরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, দুপুরে হোসনের আরা স্বামী সজল মিয়ার সঙ্গে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কের ভবেরবাজার এলাকায় পেছন দিক থেকে আসা ঢাকাগামী একটি কালো মাইক্রোবাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই মহাসড়কে ছিটকে পড়েন। ওই সময় পেছনে থাকা দ্রুতগামী আরও একটি বাস এই দম্পতিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মারা যান। পরে তার স্ত্রীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক মাইক্রোবাস ও বাসটি শনাক্তের চেষ্টা চলছে।