English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বগুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

- Advertisements -

আব্দুল গফুর, নন্দিগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় আহসান হাবিব (৪৫) নামে একজন সিএনজি চালক নিহত হয়েছেন। ওই চালক জেলার শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামে আনিছুর রহমানের ছেলে। এ সময় সিএজিতে কোনো যাত্রী ছিলো না।

বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজি নিয়ে বগুড়ার দিকে রওনা দেন চালক আহসান হাবিব। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায় ও চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত সিএনজি চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিরমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন