চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে মদ্যপ অবস্থায় চালানো বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যরাতে ফ্লাইওভারের খুলশী থানার দুই নম্বর গেট অংশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারে তল্লাশি করে বস্তাভর্তি মদের বোতল পেয়েছেন পুলিশের সদস্যরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, ‘প্রাইভেটকারের ধাক্কায় আহত দুই মোটরসাইকেল আরোহীর একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। আহতদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ড্রাইভার মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। ঘটনার পর পরই ঘাতক প্রাইভেটকারটির চালককে আটক করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারে তল্লাশি করে মদের বোতল পাওয়া গেছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন