ফেনীর তেমুহনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাশেদুল ইসলাম (২৬) নামের এক ওমান প্রবাসী যুবক নিহত হয়েছে। বুধবার রাতে ফেনী-নোয়াখালী (সোনাইমুড়ি) আঞ্চলিক সড়কের ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী নুরুল হুদা সুমন ভূঞা (২৮) নামে স্থানীয় ইউপি সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন।
নিহত রাশেদুল দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের কলিম উদ্দিন ভূঞা বাড়ির রুহুল আমিনের ছেলে। তিনি সম্প্রতি ওমানে থেকে ছুটিতে দেশে আসেন। নবনির্বাচিত ইউপি সদস্য নুরুল হুদা সুমন একই বাড়ির বাসিন্দা ও সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো ভাই।
স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন জানান, জায়লস্কর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দুই চাচাতো-জেঠাতো ভাই মো. রাশেদ ও নুরুল হুদা একই মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি ফেনী-নোয়াখালী সড়কের তেমুহনী নামক স্থানে পৌঁছালে সেখানে একটি শিশু দৌঁড়ে মোটরসাইকেলের সামনে দিয়ে সড়ক পার হচ্ছিল। ওই শিশুকে বাঁচাতে মোটরসাইকেল ব্রেক করলে বাইকের পেছনে বসা মো. রাশেদ উল্টে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য স্বজনরা বুঝে নিয়ে যায়। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।