ফরিদপুরের আলফাডাঙ্গা ও নগরকান্দায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সফি (৫২) ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান।
আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের শুকুরহাটা গ্রামে পৌছালে মোটরসাইকেলের চালক সফি খান স্টোক করে। এসময় তার মোটরসাইকেলটি রাস্তার পার্শ্ববর্তী একটি দোকানে গিয়ে আছড়ে পড়ে।
এ ঘটনায় দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক সফি খানকে মৃত ঘোষণা করে। আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, চালক সফি খান স্টোক করে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একটি দোকানের সার্টারে গিয়ে আঘাত লাগলে তার মৃত্যু হয়।
এদিকে, জেলার নগরকান্দায় সম্মানি ভাতা আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর (৬৮)। তিনি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরামপট্রি গ্রামের মৃত নুরুল হক মাতুব্বরের ছেলে।
নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক জানান, নগরকান্দায় সম্মানী ভাতা তুলতে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বরে হন ইউনুস মাতুব্বর। তিনি একটি ভ্যান গাড়িতে করে নগরকান্দায় আসার পথে সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিশ্বরোড এলাকার কাইল্যার মোড়ে দুর্ঘটনায় পতিত হন। দ্রুতগামী একটি মাইক্রোবাস ভ্যান গাড়ীটিতে ধাক্কা দিলে গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।