ফকিরহাটে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আমিরুল ইসলাম (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় অপর ট্রাকে থাকা পিতা ও পুত্র আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মো. আমিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সানঘাট গ্রামের মো. রইস উদ্দিনের ছেলে। আহত ট্রাকচালক মো. সিরাজের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়।
ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) এস এম রায়হান জানান, গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় খুলনাগামী ট্রাকের চালক আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
অপর ট্রাকের চালক মো. সিরাজ ও তার ছেলে আসিব গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত বাবা ও ছেলেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।