পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে আলু বোঝাই ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় লিটন সরকার (৩২) নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১জানুযারি) ভোর সাড়ে ৬ দিকে মান্নাননগর-চাটমোহর সড়কের বলভপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত লিটন সরকার এক সন্তানের জনক এবং পুরাতন বলভপুর গ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে। তারা সড়কের ওয়াবদা বিভাগের জায়গায় কুঁড়েঘর তৈরি করে বসবাস করতেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ট্রাকটি ঠাকুরগাঁও’র রাণীশংকৈল থেকে আলু বোঝাই করে পাবনার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৬টার দিকে বলভপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কুঁড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে লিটন সরকার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তখন নিহতের স্ত্রী ও ছেলে ঘরের বাহিরে থাকায় অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছে।
ধারণা করা হচ্ছে, ট্রাকের চালক তন্দ্রাচ্ছন্ন ছিল। খবর পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।