English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

- Advertisements -

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার রাতে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়াস্থ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা কুঠিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন রঞ্জু ও একই এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে আব্দুর রহমান শেখ ওরফে জাহাঙ্গীর।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে পাবনা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে একটি মাইক্রোবাস পাবনা সুগার মিলের সামনের সড়কে দাঁড়ানো লোভেটের পিছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

লোভেটটি ক্ষাতিগ্রস্ত হওয়ায় রাস্তার উপর দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল বলে জানা যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ জাহাঙ্গীর ও মনোয়ার হোসেন রনজু মারা যান।

এদিকে, গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মাইক্রোবাস চালক মামুন এবং অপর দুই যাত্রী তাজ ও রোহানকে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন