পাবনার আমিনপুরে লালের মোড় এলাকায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মো. করিম মাস্টারের ছেলে আসাদ (১৫) ও আতাইকুলা থানার বনগ্রাম বামনডাঙ্গা গ্রামের মো. দেলোয়ারের ছেলে জুবায়ের হোসেন (১৫)। তারা দুজনই এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে কাশিনাথপুর-আমিনপুর সড়কের লালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইজিবাইক চালক দ্রুত গতিতে এলোমেলো সাইক্লিং করছিলেন। এক পর্যায়ে একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আসাদ (১৫) ও জুবায়ের হোসেন (১৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।আমিনপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুস সালাম সিদ্দিক জানান, আজ বিকেলে আমিনপুর থানা কাশিনাথপুর-কাজিরহাট সড়কের লালের মোড় এলাকায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থল থেকে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে দুই জন মৃত্যুবরণ করেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।