পলাশবাড়ীতে ট্রাকের সাথে অটোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে। জানা যায়, আজ (শুক্রবার) ১৭ সেপ্টেম্বর, পলাশবাড়ী থেকে যাত্রীবাহী অটোভ্যান পাঁচজন যাত্রী নিয়ে কমরপুরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে পলাশবাড়ীর দক্ষিণ বন্দর, আফিসের হাট নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে রংপুরগামী দ্রুতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে, আজমপুর গ্রামের শহিদুল ইসলামের ২য় পুত্র জেলাল নিহত হয়।
জেলালের আপন বড়ভাই হেলাল সহ গুরুতর আহত হয় আরো তিনজন। আহতরা বর্তমানে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ এর চিকিৎসাধীন আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাতক ট্রাকটি আটক সম্ভব হয়নি।