গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত এক বাসের ধাক্কায় আসাদ মিয়া (৪৫) নামে হানিফ পরিবহনের এক চালক নিহত হয়েছেন।
বুধবার (২০ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক শহরের দক্ষিণ বন্দর সরকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আসাদের বাড়ি ঢাকার আমিন বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-৭১৭৫) একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে বাসটি পলাশবাড়ী পৌরশহরের সরকার ফিলিং স্টেশনের সামনে দাঁড়ায়। পরে চালক আসাদ বাস থেকে নেমে ফিলিং স্টেশনের টয়লেটে যাওয়ার সময় ঢাকা থেকে রংপুর অভিমুখী অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পর পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান। তিনি বলেন, বাসটি চিহ্নিত করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।