পঞ্চগড়ে ট্রাকের চাপায় কছিরউদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ট্রাক টার্মিনালের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। তার বাড়ি জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সরকারপাড়া এলাকায়। সে ওই এলাকার মৃত দবিরউদ্দিনের পুত্র এবং পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত নিরাপত্তারক্ষী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কছিরউদ্দিন অপর একজনের মোটরসাইকেলে করে ট্রাক টার্মিনালের দিকে যাচ্ছিল। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ট্রাক টার্মিনালের সামনে আসলে দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় কছিরউদ্দিন মহাসড়কে পড়ে গেলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক আহত হয়।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন