পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষে মাইক্রোবাসচালক স্বপন চন্দ্র রায় (২৩) ও যাত্রী সাবিনা ইয়াসমিন (৪০) নিহত হয়েছেন। এ সময় ওই গৃহবধূর স্বামী রবিউল ইসলামসহ আরো আটজন আহত হয়েছে।
নিহত স্বপন তেঁতুলিয়া উপজেলা সদরের বুড়িমুটকি এলাকায় তুলেশ চন্দ রায়ের ছেলে এবং সাবিনা ইয়াসমিন কলোনিপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার পর পঞ্চগড়ের এক আত্মীয়র বাসায় দাওয়াত খেয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন তেঁতুলিয়ার কলোনিপাড়া এলাকার রবিউল ইসলাম ও তার পরিবারসহ স্বজনরা। মাইক্রোবাসে যাত্রী ছিলো ১০ জন। ফেরার পথে মাঝিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টরের সাথে তাদের মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় রবিউলের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও মাইক্রোবাসের চালক স্বপন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন