নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় মো. সোহাগ (২২) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি বেগমগঞ্জ উপজেলার জিরতলী এলাকার মৃত সেলিমের ছেলে।
আজ রবিবার দুপুর ১টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের কালিকাপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের কালিকাপুর নামক স্থানে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সোহাগকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী সোহাগের মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন