English

24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

নেত্রকোনার পূর্বধলায় ট্রাক চাপায় শিশু নিহত

- Advertisements -

নেত্রকোনার পূর্বধলায় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ফাইজা আক্তার ইমু (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইমু উপজেলার মহিষভেড় গ্রামের ইউনূছ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই শিশুটির মা রাস্তার পাশে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। এ সময় শিশুটি তাদের বাড়ি থেকে রাস্তা পার হয়ে মায়ের কাছে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে জারিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পর উত্তেজিত জনতা শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক অবরোধ করে রাখে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন