টাঙ্গাইলের ঘাটাইলে সেতুর রেলিং ভেঙে দুই সেতুর মাঝে একটি পিকনিকের বাস দুর্ঘটনার কবলে পড়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে উপজেলার পাকুটিয়া মাথালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকেশ্বর আইডিয়াল একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা শেরপুরের গজনি অবকাশ কেন্দ্রে পিকনিকে যান।
সেখান থেকে ফেরার পথে রাত ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ঘাটাইল উপজেলার পাকুটিয়া মাথালবাড়ি নামক স্থানে তাদের বহনকারী বাসটি দুর্ঘটনার শিকার হয় ।
বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নির্মাণাধীন সেতুর রেলিং ভেঙে পাশের পুরনো সেতুর রেলিংয়ের ওপর হেলে পড়ে দুই সেতুর মাঝখানে আটকে যায়। এ সময় বাসের কাচ, দরজা, জানালা ভেঙে গিয়ে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়। শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘাটাইল থানার এসআই আলামিন জানান, বাসে ৪৫ জন যাত্রী ছিল। গাড়িটি দুই ব্রিজের নিচে খালে পড়ে গেলে অনেকেই হতাহত হওয়ার আশঙ্কা ছিল। অলৌকিকভাবেই হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।