English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে ঢুকে পড়ল কাভার্ডভ্যান, প্রাণ গেল পথচারীর

- Advertisements -

গাজীপুর মহানগরীর পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেল ও ফলের দোকানে ঢুকে পড়ে একটি কাভার্ডভ্যান। এতে আলিমুজ্জান (৩৩) নামের এক পথচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে পূবাইল-টঙ্গী সড়কের মাঝুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিমুজ্জান চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারলাইন্সে মালামাল লোড-আনলোডের কাজ করতেন এবং পূবাইল এলাকার করমতলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

আহতরা হলেন- মাঝুখান এলাকার হোটেলের মালিক শিল্পী বেগম (৩৪), রিয়াজ (৩৫), জেসমিন বেগম (২৮), শামীম (৩০) ও কাশেম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পূবাইল মাঝুখান শিল্পীর খাবার হোটেল ও পার্শ্ববর্তী আরমানের ফলের দোকানে ঢুকে পড়ে। এতে হোটেল মালিকসহ ছয়জন আহত হন। এরমধ্যে এক পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন