নারায়ণগঞ্জ শহরে একটি বাসে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। রবিবার সন্ধ্যায় নগরের ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ দেড়শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, দুর্ঘটনাস্থলে আমাদের উদ্ধার কাজ শুরু হয়েছে।
সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ রেলস্টেশনে প্রবেশের আগে ১ নম্বর রেলগেটে আনন্দ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। দু’জনের নিহত হওয়ার খবর পেয়েছি।