নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভয়ানক এক দুর্ঘটনা ঘটেছে। অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। আজ রবিবার (০৪ এপ্রিল) সাড়ে ৬টার দিকে এ লঞ্চ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ডুবে যাওয়া লঞ্চটির নাম হাবিব আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি।
বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, অর্ধশতাধিক যাত্রী নিয়ে নির্মিতব্য শীতলক্ষ্যা ব্রিজের কাছে ডুবে যায় এই জাহাজটি। একটি কোস্টার জাহাজ পেছন থেকে ধাক্ক দিলে এই ঘটনা ঘটে।
কালবৈশাখী শুরু হওয়ায় উদ্ধার তৎপরতা শুরুতে দেরি হচ্ছে। এই ঘটনায় হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।