মিজানুর রহমান খান সাগর: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের অরন্যপাশা নামকস্থানে পালাহার স.প্র.বি ছাত্রী মঙ্গলবার (৯ই জানুয়ারি) বিকালে মোশাররফ হোসেনের কন্যা শিশু শ্রেনীর স্কুল ছাত্রী জান্নাতুন ফেরদৌস (৬) পিকআপ ভ্যানের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়।
এসময় স্থানীয়রা আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। পালাহার স.প্র.বি প্রধান শিক্ষক জনাব একেএম নূরুল আলম উনার সাথে কথা বলে জানা যায় গতকালই তার স্কুলের প্রথম দিন ছিল। স্কুল ছাত্রীকে ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটি দ্রুত ময়মনসিংহের দিকে পালিয়ে যায়।