নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের ভিটি মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক খালেদ মাহমুদ। তিনি জানান, ভোরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাইক্রোবাসটির চালকসহ তিনজনের।
খালেদ মাহমুদ আরো জানান, বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। নিহত তিনজনের মরদেহ উদ্ধারের পর থানায় পাঠানো হয়েছে এবং তাঁদের পরিচয় শনাক্তে কাজ চলছে।