নরসিংদী জেলার রায়পুরায় ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার আমিরগঞ্জ স্টেশনসংলগ্ন হাসনাবাদ এলাকার একটি অরক্ষিত লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পূর্বধলা উপজেলার কালিহর গ্রামের চাঁন মিয়ার ছেলে সুজাত (২৫), দোলকর গ্রামের ইব্রাহিম খাঁর ছেলে আনিছুর রহামন (২৪) ও মেঘশিমুল গ্রামের আব্দুর রশীদের ছেলে শাহীন (২৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস আমিরগঞ্জ স্টেশনসংলগ্ন হাসনাবাদের একটি অরক্ষিত লেভেলক্রসিং অতিক্রম করছিল। একই সময় একটি পিকআপ ভ্যান লেভেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, দুর্ঘটনাস্থলে দুজন ও পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।