দিনাজপুরের নবাবগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় সুজিত কর্মকার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বিরামপুর-ভাদুড়িয়া মহাসড়কে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুজিত কর্মকার (৩৫) নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া ইউপির শিমর গ্রামের সুরেশ কর্মকারের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত সুজিত কর্মকার বিরামপুরে প্রতিদিনের ন্যায় ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় একটি পিকআপ ভ্যান চাপা দিলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। পরে বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষযটি নিশ্চিত করেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন