আব্দুল গফুর, নন্দিগ্রাম (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল সরোয়ার আলম (৫০) নামের এক সাবেক সেনা সদস্যর।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টায় দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা শহীদ জোহা ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। সে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মধ্যরামচন্দ্র পুর গ্ৰামের মৃত শামসুল হুদার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে নাটোর যাওয়ার পথে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা শহীদ জোহা ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন আহত অবস্থায় সরোয়ার আলমকে উদ্ধার করে নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্বাস আলী এতথ্য নিশ্চিত করেছেন।