আব্দুল গফুর, নন্দিগ্রাম (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন। বৃহস্পতিবার (২১মার্চ) দুপুর দেড় টায়, কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর পশ্চিম পাড়ার মুক্তার রহমানের ছেলে সিরাজুল ইসলাম জেমস্ (১৬), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৫), ও জাহাঙ্গীর রহমানের ছেলে রাশেদ হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একই এলাকার তিন কলেজ পড়ু–য়া যুবক মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে দুপুর দেড় টায় কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সোহানুর রহমান ও সিরাজুল ইসলাম জেমস মারা যায়।
অপরদিকে রাশেদ হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল হাকিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।