English

25 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

নওগাঁ সদর ও মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

- Advertisements -

নওগাঁর মহাদেবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছে। এছাড়াও নওগাঁ শহরের পল্লী বিদ্যুতের সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়।

আজ মঙ্গলবার ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় ও সকাল সাড়ে ৯টার দিকে শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের ট্রাক চালক সুমন মিয়া (৪০) ও তার সহযোগী চালক শাহ আলম (৩৫)।

পল্লী বিদ্যুতের সামনে নিহত ওই ব্যাক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।

নওগার মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ‘ভোর রাতে খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং সহযোগী চালক নিহত হন। পরে খবর পেয়ে সকাল আটটার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা গাইবান্ধা জেলার বাসিন্দা।’

এদিকে অন্য আরেকটি দুর্ঘটনা প্রসঙ্গে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, ‘সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এ সময় নওগাঁ শহর অভিমুখী দ্রুত গতিতে আসা একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়। ঘটনার পরপর স্থানীয়রা ঘাতক পিআকআপটি আটকে দিলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পৃথক দুটি দুর্ঘটনায় নওগাঁ সদর ও মহাদেবপুর থানায় মামলা দায়ের হয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে আজ মঙ্গলবার বিকেলে দাফনের জন্য মরদেহ তিনটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন