নওগাঁর নিয়ামতপুরে মালবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছেন ও একজন আহত হন। নিহত হয়েছেন উপজেলার ঝলঝলিয়া গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে আজাদ আলী (৪৫) এবং আজাদ আলীর ছেলে সাহাদাত (১৮) এবং একই গ্রামের মোস্তাকের ছেলে সোহান (১৭) গুরুতর আহত হন।
থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে নিয়ামতপুর-ধানসুরা সড়কের ভাদরণ্ড মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির ও দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার মৌসুমী সরকার বিষয়টি নিশ্চিত করেন।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির জানান, আজাদ আলী তার ছেলে, ও একই গ্রামের সোবহান একটি মোটরসাইকেলে ঝলঝলিয়া গ্রাম থেকে নিয়ামতপুরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদ আলী ও তার ছেলে সাহাদত নিহত হয়। পরে সোহানকে উদ্ধার করে প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি হুমায়ন কবির জানান।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন