English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

নওগাঁয় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

- Advertisements -

নওগাঁর মান্দায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার চকরামপুর মহল্লার মৃত কাদিরের ছেলে রবিউল ইসলাম (৪০), একই মহল্লার সিরাজুল ইসলামের ছেলে রাজন ইসলাম (৩৫) এবং হাঁপানিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আকরাম আলী (৪৫)।

প্রত্যক্ষদর্শী ওয়াসিম রাজু বলেন, ‘ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। অপরদিকে পিকআপটি রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে শ্রীরামপুরে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

ওসি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় নিতে কাজ করছেন পুলিশ সদস্যরা।’

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। তিনি বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন