নিহত আলমগীর উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের হাজী জালাল উদ্দিনের ছেলে। তিনি চৌদ্দগ্রাম বাজারের বনফুল ডিপার্টমেন্টাল নামীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন মঙ্গলবার রাত ৯টায় বাজার থেকে তার দোকান বন্ধ করে মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে বাসায় যাওয়ার সময় পথিমধ্যে মহাসড়কের চৌদ্দগ্রাম কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আলমগীরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মিয়ার বাজার হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।