English

33 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
- Advertisement -

দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে লরিচাপায় ব্যবসায়ী নিহত

- Advertisements -
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় মোহাম্মদ আলমগীর হোসেন (৫৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন মিয়ার বাজার হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন।
Advertisements

নিহত আলমগীর উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের হাজী জালাল উদ্দিনের ছেলে। তিনি চৌদ্দগ্রাম বাজারের বনফুল ডিপার্টমেন্টাল নামীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন মঙ্গলবার রাত ৯টায় বাজার থেকে তার দোকান বন্ধ করে মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে বাসায় যাওয়ার সময় পথিমধ্যে মহাসড়কের চৌদ্দগ্রাম কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আলমগীরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মিয়ার বাজার হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যবসায়ী আলমগীরকে চাপা দেওয়া লরিটির সন্ধানে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন