চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন একটি ট্রাক মহাসড়ক থেকে মাদরাসা ও এতিমখানায় ঢুকে পড়ে ট্রাক হেলপার ও মাদরাসায় থাকা ১১ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরাস্থ গুল আহাম্মদ এলাকার হাম্মাদিয়া নূরানী মাদরাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলো মাদরাসা শিক্ষার্থী মো. মেহদি হাসান (১২) মো. নাহিন (১২), মো. আবদুল্লাহ (৮), মো. আল আমিন (১০), মাজেদ আলম (১২), মো. নাঈম (১১), ওমর ফারুক (১১), মো. নাজিম (১৩), সাইফুল হোসেন (১২), জাহিদুল ইসলাম (১১), মো. ওয়ালিদ (১২) ও ট্রাক হেলপার মো. জাহিদুল করিম (১৭)।
তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে আহতদের মধ্যে নাহিন, মেহেদি হাসান, আবদুল্লাহ ও আল আমিনের মাথায় গুরুতর আঘাত থাকায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এতে ভেতরে থাকা শিক্ষার্থীরা আহত হয়। এ ছাড়া ট্রাকের হেলপারও আহত হয়। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
এতে শ্রেণিকক্ষে থাকা ১১ খুদে শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’