English

20.4 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

দুর্ঘটনাকবলিত ক্রেনের নিচ থেকে দেড় ঘণ্টা পর জীবিত উদ্ধার রিকশার যাত্রী

- Advertisements -

সাভারে দুর্ঘটনাকবলিত ক্রেনের নিচে থেকে অবশেষে দেড় ঘণ্টা পর রিকশার যাত্রী আবুর কালামকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে আগেই বেঁচে যাওয়া রিকশার আরেক যাত্রী মেহেদী হাসান জানিয়েছিলেন, তাদের রিকশার চালক ক্রেনের নিচে আটকা পড়েছেন। যদিও বিকাল ৩টার দিকে উদ্ধার কাজ শেষে ফায়ার সার্ভিস ক্রেনের নিচে আর কেউ আটকা নেই বলে জানায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, নিয়ন্ত্রণ হারানো ক্রেনের নিচে আটকা পড়েছিলেন যাত্রী আবুল কালাম। আমরা তাকে জীবিত উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে পাঠিয়েছি।

অপর ক্রেনের সাহায্যে আমরা দুর্ঘটনাকবলিত ক্রেনটি উঠিয়েছি। এর নিচে আর কাউকে চাপা পড়া অবস্থায় পায়নি। দুমড়েমুচড়ে যাওয়া রিকশাটিও উদ্ধার করা হয়েছে। ডিইপিজেডের দুটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। যদিও উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধার কাজ কিছুটা বিঘ্নিত হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় জানান, দুর্ঘটনাকবলিত ক্রেনটির নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর কেউ চাপা পড়েনি। সড়কেও যানচলাচল এখন স্বাভাবিক।

শুক্রবার দুপুরে জামগড়া থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে রিকশাযোগে যাচ্ছিলেন আবুল কালাম ও তার ফুপাতো ভাই মেহেদী হাসান। পরে নরসিংহপুর সরকার মার্কেট এলাকায় তাদের রিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে মেহেদী রিকশা থেকে ছিটকে পড়ে বাঁচলেও ক্রেনের নিচে আটকা পড়েন কালাম।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন