পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর অদূরে কুয়াকাটা-সৈয়দপুর রুটের তুহিন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩২৬৬) অটোবাইক অতিক্রমকালে বিপরীত দিকের দ্রুতগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শাওন তালুকদার (৩০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দ্য বিরতি রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে।
দুমকি থানার সেকেন্ড অফিসার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের লাশ পটুখালী মর্গে পাঠানো হয়েছে।