নেত্রকোনায় দুটি পিকঅ্যাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হিমেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন।
নানীর মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন হিমেল। সোমবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে সড়কের পূর্বধলা উপজেলার ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিমেল মিয়া (৩৫) মোহনগঞ্জ উপজেলার পাবই গ্রামের রুহুল আমিনের ছেলে। এদিকে, গুরুতর আহত ১৬ মাসের দিয়ামনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার রাতে হিমেল খবর পান মোহনগঞ্জে তার নানী মারা গেছেন। পরদিন সোমবার সকালে আনুমানিক ৯টার দিকে বেশ কয়েকজন স্বজনসহ অন্যান্য যাত্রীদের সাথে একটি পিকআপ ভ্যানে করে মোহনগঞ্জ যাচ্ছিলেন হিমেল। একপর্যায়ে ভবের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছভর্তি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হিমেল মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহে হাসপাতালে প্রেরণ করে।
নিহত হিমেল মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া একই উপজেলার বিভিন্ন গ্রামের অন্যান্য আহতদের উদ্ধার করে নেত্রকোনা ময়মনসিংহে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক আহতদের চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পিকআপ দুটিকে জব্দ করা হয়েছে। সড়ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন