ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রাকিবুল হাসান (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টা ৫০ মিনিটের দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
সে পৌর এলাকার কলেজ পাড়ার আবু বক্কর মন্ডলের ছেলে এবং আব্দুর রাজ্জাক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্র।
জানা যায়, বিকালে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেল যোগে কৃষি অফিস এলাকায় যাচ্ছিল রাকিবুল হাসান। পথিমধ্যে কৃষি অফিসের সামনে পৌছালে সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল সহ ছিটকে পড়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায় রাকিবুল। সেসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখ সুজাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।