English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

দুই দিক থেকেই আসছিল ট্রেন, কাটা পড়লেন প্রধান শিক্ষকসহ ৩ জন

- Advertisements -

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশনের অদূরে নারায়ণপুর এলাকায় ট্রেনে কেটে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় পেছন দিক থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। পরে ট্রেনের চাকায় তাদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতরা হলেন নারায়ণপুর গ্রামের মনজুর রহমানের স্ত্রী, গোপালপুর বাজারের ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের কর্মী সাথী খাতুন (৩২), একই গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে ফার্নিচার ব্যবসায়ী জমির উদ্দিন (৭০) এবং কেশবপুর গ্রামের মৃত জেসার আলীর ছেলে এবং সাহাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা তিনজনই রেললাইন দিয়ে  হেঁটে বাড়ি ফিরছিলেন। তাদের সামনের দিক থেকে মালগাড়ী আসায় (আব্দুলপুর-ঈশ্বরদী) পাশের লাইন দিয়ে হাঁটছিলেন।

সে সময় পেছন দিক থেকে আসা টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন তারা। খবর পেয়ে নিহতের স্বজনরা তাদের লাশ নিয়ে যান।

সম্প্রতি সাময়িকভাবে বন্ধ হওয়া আজিমনগর রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা পোটার আবু রায়হান ও ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন