দিনাজপুর বিরলে যাত্রীবাহি বাস, ট্রাক্টর আর মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে বিরলের ফরাক্কাবাঁধ মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
জানা যায় , দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস আর বোচাগঞ্জ থেকে দিনাজপুরের দিকে আসা মোটরসাইকেল আর একটি ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
বিরল থানার ওসি নাসিব হাবীব সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর নিহতের সংবাদ নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।