দিনাজপুরের বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রার্থ রানী ঘোষ নামের এক গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন গৃহবধূ প্রার্থ রানী ঘোষ (৪০), তিনি বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ঘোষপাড়া পুটিরপুল এলাকার প্রদীপ ঘোষের স্ত্রী এবং অন্যজন মোটরসাইকেল আরোহী রুবেল ইসলাম (২৮) বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কৃষ্টপুর কালাপুকুর গ্রামে জিল্লুর রহমানের ছেলে।
শুক্রবার ভোর ৬টার দিকে বীরগঞ্জের সাতোর ইউপির ঘোষপাড়া পুটিরপুল নামক স্থানে গৃহবধূ প্রার্থ রানী ঘোষ এবং বৃহস্পতিবার দিবাগত রাতে বীরগঞ্জের যদুর মোড় এলাকায় মোটরসাইকেল আরোহী রুবেল নিহত হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে বীরগঞ্জের সাতোর ইউপির ঘোষপাড়া পুটিরপুল নামক স্থানে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মুরগীবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একই এলাকার তিন সন্তানের জননী প্রার্থ রানী ঘোষ (৪০) এর মৃত্যু হয়। সাতের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শেখ এর সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় বীরগঞ্জের যদুর মোড় নামক স্থানে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি যাওয়ার পথে বিআরটিসি বাসের ধাক্কায় ভোগনগর ইউপির কৃষ্টপুর কালাপুকুর গ্রামের রুবেল ইসলাম (২৮) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন