দিনাজপুরের নবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- একই উপজেলার বল্লভপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম (৩৫) ও তার শিশু পুত্র কাওছার হোসেন (৮)।
শুক্রবার বিকেলে উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই গাড়ির চালকসহ অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কবিরুল ইসলাম আত্মীয় বাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে ইজিবাইকের করে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক্টর উপজেলার গাজীপুর নামক স্থানে ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু কাওছার। পরে স্থানীয়রা কবিরুল ইসলাম তার স্ত্রী, মেয়ে এবং নবজাতক শিশুকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক কবিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত কবিরুল ইসলামের বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন