আলমগীর হোসেন,দাউদকান্দি: দাউদকান্দিতে দৌড় দিয়ে রাস্তা পারাপারের সময় বাস চাপায় ইয়ামিন (৪) বছরের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় গৌরীপুর-কচুয়া সড়কের দাউদকান্দি উপজেলার নতুনবাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতের খালা রুমানা জানান, শিশুটি নিজ বাড়ি থেকে মায়ের সাথে নানার বাড়ির মাহফিলে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। তারা নতুনবাজার এলাকায় অটোরিক্সা থেকে নামার সাথে সাথে শিশু ইয়ামিন হঠাৎ দৌড় দিয়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস চাপা দেয়।
তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশু ইয়ামিন দাউদকান্দি উপজেলার ভরনপাড়া গ্রামের সবুল মিয়ার ছেলে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।