আলমগীর হোসেন,দাউদকান্দি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতেএ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ট্রাকের হেলপার ইয়াকুব (৩৫)।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, ঢাকাগামী লেনে একটি চাল বোঝাই ট্রাক ও প্লাস্টিক ড্রাম বোঝাই কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হন।
স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।