আলমগীর হোসেন দাউদকান্দি: দাউদকান্দিতে ট্রাক্টর চাপায় অটো রিক্সার যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় গৌরীপুর-হোমনা সড়কের আঙ্গাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,গৌরীপুর বাজার থেকে গৌরীপুর বাসস্ট্যান্ডগামী একটি যাত্রীবাহী অটোরিক্সাকে বিপরীতগামী ইট বালু বহনকারী ট্রাক্টর চাপা দিলে মোঃ বিল্লাল হোসেন (৫৫) নামের এক যাত্রী নিহত হয়। মকুল (২৪) নামের অপর এক যাত্রী আহত হয়। অটো রিক্সা চালক পালিয়ে যায়।
নিহত অটোরিক্সার যাত্রী মোঃ বিল্লাল হোসেন দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কেমুরাখোলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটি পালিয়ে যায়। আইনাগত প্রক্রিয়া শেষে নিহত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।