আলমগীর হোসেন,দাউদকান্দি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর রাবেয়া পেট্রোল পাম্পের সামনে বাস-ট্রাক সংঘর্ষে প্রায় ৩০ যাত্রী আহত হয়েছে।
শনিবার বিকাল আনুমানিক ৩ টায় গৌরীপুরে চট্টগ্রামগামী লেনে রাবেয়া পেট্রোল পাম্পের সামনে ২টি মোটরসাইকেল ইউ টার্ন করার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন যাত্রীবাহী বাস ব্রেক করলে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
এতে বাস চালক যাত্রীসহ প্রায় ৩০ জন আহত হয়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এসে আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে প্রেরণ করেন।
আহতদের গৌরীপুর হাসপাতালে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ৭ জনকে আশঙ্কার জনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, দূঘর্টনা কবলিত ১টি বাস,১টি ট্রাক এবং ১টি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল ২টিকে রক্ষা করতে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়েন।