ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা সেতুর ঢালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অটোরিকশা চালকসহ দুইজন পুরুষ ও একজন নারী যাত্রী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় বলতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম বলেন, বিকালে নবাবগঞ্জের বান্দুরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এন মল্লিক পরিবহনের একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
আহত এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন