English

24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

ঢাকার ধামরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

- Advertisements -

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তারা সবাই পিকআপের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে ফাল্গুনী পরিবহনের খুলনাগামী অপর একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় পিকআপের ভেতরে থাকা চালকসহ তিন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হলেও বাসের চালক পলাতক রয়েছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে নেয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় একটি মামলা দায়ের করে ঘাতক বাসের চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন