ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হুমায়ূন কবির (৫৮) নামের ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে ঢাকা মাওয়া মহাসড়কের আর্মি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুমায়ূন সাভার থানার ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
হুমায়ুন কবিরের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার রামকৃষ্ণদি গ্রামে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আমিন পাড়ায় পরিবার নিয়ে থাকতেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হুমায়ূন রাস্তা পার হওয়ার সময় মাওয়া থেকে ঢাকাগামী কোনো প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি অজ্ঞাত প্রাইভেট কারের সামনের বাম্পারের ভাঙ্গা কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবুল কালাম আজাদ জানান, অজ্ঞাত নাম্বার থেকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তেরর জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘাতক গাড়িটিকে জব্দ করার চেষ্টা চলছে।