রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেশন বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (৬০) মৃত্যু হয়েছে। রবিবার (২১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী এক্সপ্রেসওয়ের চাকায় কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি স্টেশন বাজার এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।