English

22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
- Advertisement -

ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন নারী

- Advertisements -

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৬০ বছরের বেশি বয়সি এক নারীর ওপর দিয়ে ট্রেন চলে যায়। তবে অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন।

Advertisements

ট্রেন চলে যাওয়ার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

রোববার (১৮ আগস্ট) রাতে রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম জামিলা। তিনি হোটেলে শ্রমিকের কাজ করেন। ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা দেন।

Advertisements

স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা বিলম্বে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস আখাউড়ায় যাত্রাবিরতি দেয়। ট্রেনটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ছাড়ার সময় প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা জামিলা পড়ে যান। এরপর ট্রেনটি ওই বৃদ্ধার ওপর দিয়ে যেতে থাকে। ট্রেন যাওয়া অবস্থায় তিনি প্লাটফর্ম ঘেঁষে রেললাইনে শুয়ে থাকেন। ট্রেন চলে যাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ওই নারীকে টেনে প্লাটফর্মে তোলেন।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেনডেন্ট মো. নূর নবী  বলেন, ওই নারী রেলওয়ে স্টেশনে এক হোটেলে কাজ করেন। তবে তিনি ট্রেনের নিচে পড়লেও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

উধাও তাজমহল!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন