গাজীপুরে ট্রাক চাপায় চালকসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর ভোগড়া এলাকায় ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে উল্টো পথে ভোগড়া বাইপাস মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে চালকসহ অটোরিকশার তিন যাত্রী মারা যান। দুর্ঘটনার পর পুলিশ চালকসহ ট্রাকটি আটক করলেও হেলপার পালিয়ে যান।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন