English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

ট্রাকের ধাক্কায় অভিনেত্রী আশার ছিটকে পড়ার ভয়াবহ দৃশ্য: দেখুন ভিডিওতে

- Advertisements -

গাজীপুরের বোর্ডবাজার থেকে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন অভিনেত্রী আশা চৌধুরী। রাতে দারুস সালাম এলাকায় হঠাৎ একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আশা। এই ভয়াবহ দৃশ্যটি রেকর্ড হয়ে যায় পেছনে থাকা একটি প্রাইভেটকারের স্বয়ংক্রিয় ক্যামেরায়।

ভিডিওটি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মোড় ঘোরার জন্য আশাদের মোটরসাইকেলটি অপেক্ষা করছিল একটি পিকআপ ভ্যানের পেছনে। তখন তাদের পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেলের চালক ছিটকে ডানে পড়ে যান। আর অভিনেত্রী আশা বাঁ পাশে প্রায় ২০ ফুট দূরে পড়েন। বাইকচালক উঠে দৌড়ে যান আশার কাছে। গিয়ে দেখেন, ট্রাকটির চাকা ততক্ষণে আশার মুখের কিছু অংশ থেঁতলে দিয়ে দ্রুত চলে গেছে।

এর কিছুক্ষণ পরই সেখানে পুলিশ যায়। তারা আশাকে নিয়ে যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই মারা গেছেন আশা।

শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মের সুবাদে ছোটপর্দায় নাম লেখান আশা চৌধুরী। এরপর থেকেই শোবিজে নিয়মিত হন তিনি। ‘দ্য রিভেঞ্জ’ ও ‘এক ফালি রোদ’, ‘ওল্ড ইজ গোল্ড’, টেলিছবি ‘স্বপ্নে বিভোর বাবা’সহ বেশ কিছু নাটকে করেন আশা।

টেলিভিশন অভিনেত্রী আশা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন