টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আবু নোমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া নামক স্থানে আইল্যান্ডের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনাকবলিত হয়ে তার মৃত্যু হয়। নিহত আবু নোমান চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার গোডাউনপাড়া গ্রামের মৃত সামাদ বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, আবু নোমান বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। স্থানীয় লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন